তোর ভালোবাসার দিন।
বাকি আর মাত্র ৩৬৪ দিন ।।
উপহারে, গোছানো এক মস্ত বড় কবিতা ।
থাকছে স'বি, তুই যা কিছু চাস পরিপূর্ণতা ।।
মস্ত বড়, মনের মতো তাই তো, এতো প্রস্তুতি ।
হাসি ঠাট্টা আর দুষ্টুমি, সবি ঐ গতানুগতিক।।
তুই, আমি আরো অনেকে, আরো এই গনতন্ত্র ।
বড় বড় লোক,সাধু সাধুবাদ আর সামান্য, তন্ত্র মন্ত্র।।
রোজ লিখবো, একটি লাইন, অল্প গল্প আঁকব।
ভালবাসারি ফন্দী জালে, তোকে আবার বাঁধব।।
৩৬৪ দিন লেখার প'রে, দেব যখন উপহার ।
ঝড় বৃষ্টি, থাক বা না থাক, থাকবে অনেক অঙ্গীকার ।।
লাঞ্ছিত আর বর্জিত যা, সেখানেই করে সংস্কার ।
আমরা পুরুষ, আমারা দর্শক এটাই থাক অহংকার ।।
পরিণয় নয়, ভালোবাসা নয়, শুধু একটা অজুহাত ।
লালসা মনে, বাসনা জরিয়ে, ধরতে খালি তোর এক হাত ।।
গোপন ঘরে, ভদ্র বেশে, একাকী যখন অসত মনে ।
লিখছি আবার, লিখছি তোকে, লিখছি শত প্রহর গুনে ।।