কবিতা গুলো তোর, সব অগোছালো
নে, একটু গুছিয়ে নে জীবন খাতায়।
একেতেই যে ভাবে বানান ভুল করিস,
জানি না, কার ঘাড়ে কি চাপাস?
তার উপর ঐ তো লেখারস্রী!
মাথা মুন্ডু খুঁজে পাওয়া দুসকর।।
বলি, এখন কি লিখছিস?
নিশ্চয় নতুন একটা কবিতা
তা কি,  লিখেছিস শুনি?
হাতির ডিম না ঘোড়ার ডিম ?
কই পড়ে শোনা তোর প্রেমের কথা?
নিশ্চয় কোন প্রেমের কবিতা ?
ঠিক করে বল, কাকে লিখছিস?
কৈ দে দেখি, এদিকে দে।
ছিঃ, কি লিখেছিস এগুলো ?
বেশ্যার রাত শ্রমিকের হাত...
ধর্মের ষাঁড় ধর্ষণে ভার..
কি এগুলো? এখুনি ছেঁর, ছেঁর বলছি
এগুলোকি কেউ পড়বে...
কাজলা চোখে শ্রাবণের কথা লেখ,
আচমকা বসন্তে, শ্বাস কষ্টের কথা লেখ।
আর যদি না পারিস, তাহলে
তাহলে, ভেজা বালিশের কথা লেখ।
এমনিতেই কতো রাত জেগে থাকিস,
ঐ পরিবর্তনের সূর্য দেখবি ভেবে।