চাইলেই তুই আসতে পারিস আমায় ঘুমে
খুব সহজেই দেখতে পাবি ঘুমের মাঝে
অনেক স্বপ্ন এঁকে বেঁকে ছানি পড়া চোখে
অনেক গুলো আবার বর্ণ ভেদে আত্মহারা ।
আর খোলা চোখের স্বপ্ন গুলো ,
সে গুলো বড়ই বিস্ময়কর
ঝোপ বুঝে কোপ মেরে লুকায় আয়নার পিছনে ।
আর দু চারটে স্বপ্ন? ওরা ছদ্মবেশী
যখন যা পাই তাই কুড়িয়ে খায় ডাস্টবিনে


চাইলেই একটা একটা স্বপ্ন বেছেনে জীবনে
কোনটা সহজ আর কোনটা কঠিন ,
কোনটা বেশী কাঁদায় কিংবা কোনটা বেশী হাঁসায়।
এক এক করে সাজিয়ে রাখ শ্বাস প্রশ্বাসে
দরকার পরলে কয়েকটা স্বপ্ন
তুইও লুকিয়ে রাখিস আয়নার পিছনে ।
এমনিতেই লোকের মুখে কতো কথা...
গরীবের আবার স্বপ্ন কিসের?
যে যার ভাগ্যে নিজে খায়! তাই
আয় চলে আয় আমার অঘোর ঘুমে
অনেক বছর জেগেছি এক ভাবে ঘুমের ঘোরে
রাত আর দিনে এবার বিরতির পালা তোর মাঝে।