শুধু তোর নিষ্পাপ হাসি মুখটার জন্য,
আমি আবার তোর মাঝে বিবর্তন হবো।
উত্তর গোলার্ধের হাজার ঋতু পেরিয়ে,
আর্কটিক মহাসাগরের নীল রঙ গায়ে মেখে,
জমাট বরফে মেরুভল্লুকের তৃষ্ণা মেটাবো,
আমি আবার তোর মাঝে বিবর্তন হবো।


শুক তারার একাকী মনে, তোর ছবি এঁকে
নিউজ পেপারের সব পেজ, উল্টে পাল্টে
ইন্টারসেপ্টের ক্ষেপনাস্ত্রে, আগুন জ্বালিয়ে
বর্ষবরণ রাতে, পানশালায় ঝাপসা চোখে
শুধু তোর নিষ্পাপ হাসি মুখটা দেখবো,
আমি আবার তোর মাঝে বিবর্তন হবো।


চমকপ্রমদ রেস্টুরেন্টের ক্যান্ডেল নিভিয়ে,
উত্তপ্ত ভাঙুরের নির্জন রাস্তায় ঘুরবো।
ইকো পার্কের এক লাখ ভিড় এড়িয়ে,
তাদের মুখে কালি মাখিয়ে ফিরবো,
যারা পরতে দেয়নি শাড়ি কুলভূষনের মা'কে,
সেই মায়ের নিষ্পাপ হাসি মুখটার জন্য,
আমি আবার তোর মাঝে বিবর্তন হবো।


সংসদে তিন তালাক বিলে সাক্ষর...
শীতের রাতে এক কম্বলে ঠান্ডায়,
মুঠোফোনে ষোলগুটি খেলতে খেলতে
জাদুঘর - ভিক্টোরিয়ার ভিড়ে মিশে,
শুধু তোর নিষ্পাপ হাসি মুখটা ভাববো,
আমি আবার তোর মাঝে বিবর্তন হবো।