তোর, আমার আজ শেষ রাত,
পাশাপাশি শুয়ে তুই, আমি আর..
বাঁশ বাগান ঘেঁষে আমাদের বাড়ি,
পুকুর পাড় ইটের পাঁচিল পিচ রাস্তা।
এখন সবাই চির ঘুমে, তোর সাথে
শুধু, আমি পাস ফিরে আদরে অন্ধকারে,
ঝুলে পরা কঞ্চি শান্ত রাস্তার ধুলো বালি
পাস ফিরে সরু লম্বা পাঁচ ইঞ্চি পাঁচিল।
এই রাতে কোনো বাধা নেই আদরের,
না তোর, না পাঁচিলে, না বাঁশ বাগান
একা একা তারাদের সাথে জেগে,
নিষ্পাপ শান্ত মুখটি দেখা হুতুম পেঁচা।
এখন বিশ্রামে একটি নিথর লম্বা দেহ..


এই রাত, তোর আমার শেষ রাত
আর আসবে না কখনো কোন ক্ষন, এই রাত
দুলবে না ঝড়ো বাতাসে বাঁশবন।
পুকুরের জল শুকিয়ে, অবশিষ্টে কাঁদা মাটি
প্রাণ হানি ল্যাটা জিওল কাঁকড়ার, এই রাতে
শুধু পাঁচিল হয়ে পিচ রাস্তার মাঝখানে আমি,
অন্য কোন রাতের আকাশে তাকিয়ে,
যেই খানে তুই কোনো তারা হবি,
দূর থেকে মিটিমিটি ভালবাসবি।
তখন তুইও জাগবি সারা রাত আমার জন্য,
আর আমি ঘুমহীন চোখে ধুলো বালিতে মিলব।
তখন, আমি নৈশ প্রহরী পাঁচ ইঞ্চি পাঁচিল।