আমি তো ভালো আছি ।
তুই কেমন আছিস অরিকেত?


তিন মাস, মাটির সাথে তোর খেলা
দম বন্ধ করা চাপা নিঃশ্বাসে ,
তুই কি ভালো আছিস?


অনেক ঝর জমে থাকে পাহাড়ের গাঁয়ে ,
অনেক বারি বৃষ্টির জল,
বয়ে আনে তোর সৃতির গল্প।
নিথর দেহ ছুঁয়ে যারা ভালবেসে,
ফেলেছে চোখের জল ,
তার বিন্দু কণায় ভাসে তোর শরীর ।
সত্যি করে বল ,
তুই কি ভালো আছিস?


জোষ্ঠের তপ্ত গরম মাটির ফাটলে,
ভালবাসার দাম, বেচা কেনা
প্রশ্ন চিহ্নে, দুটি চোখ চেয়ে দেখে শেষ বার ,
নিষ্পাপ মনে বলতে চাওয়া ,
"আমিও ভালবাসি তোমাকে "।


যদিও কিছু যতিচিহ্নের
ব্যবধানে, কাটে তিন তিনটে মাস।
অচল হৃদয় ঘর করে জিঞ্জাসা চিহ্ন,
বার বার জানতে চায় অসহায় মন,
আমি তো ভালো আছি ।
তুই কেমন আছিস অরিকেত ?