আমি যখন শীত কাটিয়ে তোমার ঘরে
আধ ঢাকা আধ খোলা বর্ণিনীর কম্বলে
তখন দূরে কোথাও শুনি কোকিলের কুহুতান।
মনের দক্ষিণ দুয়ার খুলে দেখি
ঋতু রাজ বসন্তের আগমন তোমার ঘরে।
আম গাছের মুকুলে তোমার গন্ধ
অশোক পলাশ শিমুলে তোমার স্পর্শ
মৃদুমন্দ বাতাসে ভেসে যাও তুমি কৃষ্ণচূড়া।
ঝরা পাতার শুকনো নূপুরের নিক্কনে তুমি
যৌবনের উদ্দামতায় বয়ে আনো
বসন্তের সেই ঐতিহাসিক ভাষা দিবস ।
গাঁদা ফুল দিয়ে সাজানো তোমার ঠাকুর ঘরে
শ্রীকৃষ্ণ আবীর আর গুলাল নিয়ে মেতে ওঠে
রাধিকা ও গোপীদের সাথে দোল উৎসবে।
ফাগুনের হাওয়ায় মিশে যায় আমার আবীর
তোমার ঘরে আজ বসন্ত উৎসব।