ডিসপ্লে বোর্ডে অক্ষরের রঙ বদল,
সময় সরণি বেছে নেয়, গন্তব্য - প্রস্থান।
মাত্র দু'মিনিটে হাজার হিসেব নিকেশ।।


বাইরে অপেক্ষার বাস, ট্যাক্সি, গন্তব্য হাওড়া,
মুখোমুখি ছোটাছুটি, প্লাটফর্ম শিয়ালদহ।
ছুটে আসা ট্রেন, তীব্র হারর্ন, সস্তা লাগেজ,
ছুটে চলে কুলী, নিত্যদিনের যাত্রী, সিগনাল বার্তা।।


কিছু ঝাপসা সাদা কালো মুখ,
আড়ি করে চলে যায় বাইরে।
কিছু বিস্বাদের মুখোশ,
ছুটে চলে ডিসপ্লে বোর্ড দেখে।


আমার দু'মিনিট থেমে থাকে,
তোর বিদায় বেলায়।
গাল বেয়ে ঝরে পরে মুক্ত,
ধুলোয় মিশে যায় শরীরের নিশ্বাস।
ডিসপ্লে বোর্ড কালো হয়ে,
ভেসে ওঠে, সেই হাসি মুখটা।