একটা সুন্দর, মিষ্টি মুখ ছিল।
ছিল, হারিয়ে যাওয়ার গল্প।
লজ্জাবতীর মাথা নত সন্ধ্যায়
সমুদ্র সৈকতে, চার পা এক হয়ে
সূর্য ডোবা, সমুদ্রের নোনা জলে
মুখটি ভেসে ওঠে আড়াল চোখে।


একটা বোকা মন ছিল।
তাই, রোজ মন খারাপ হতো।
তোমাকে না দেখার ভান করে,
সিংহের গুহায় ঘোরার চাবুক
জেব্রা গুলো ছেড়ে ছিল, ডোরা কাটা দাগ।


৭১ তম স্বাধীনতা দিবসে ব্যস্ত,
ইংরেজ চলে গেছে পাকিস্তান ভাগ করে,
ইন্দ্রা সরকারের ইমার্জেন্সি শেষ কবে,
গোটা কবিতায় তোমার ঝাপসা মুখে
রঙীন পতাকা,  শেষ রাজনীতি
আজো, জাতীয় পতাকা উত্তোলনে
আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টির আবাস।


যার পেটে ক্ষুধার জ্বালা,
জাতীয় পতাকা এক টাকা দাম মাত্র ।
পয়সা যে দেবে, স্বাধীনতা এখন তার
কাল থেকে খোঁজ অন্য কাজ
কিন্তু মাইরি বলছি,
একটা সুন্দর, মিষ্টি মুখ ছিল
ছিল, হারিয়ে যাওয়ার গল্প।
একটা বোকা মন ছিল।
তাই, রোজ মন খারাপ হতো।