একটা অজানা শহর, কৃষ্ণনগরে
এক অচেনা চরিত্রে অরিকেত।
পরিচিতি সব ভালোবাসার স্পর্শে,
একদিন ঢুকিয়ে ছিল মুখ দুর্গন্ধে।
চোয়াল থেকে সম্পূর্ণ শরীর আর বুক
ঝলমলে আলোয়, আলোকিত উজবুক।


একটা নাম না জানা তৃণলতা জড়িয়ে,
এক অপরিচিত গুহায় বাস লরি ছড়িয়ে,
মস্ত সরীসৃপ কালো পিচে, শ্বাস রুদ্ধ
পঙ্গু দিনটা উইল চেয়ারে আবদ্ধ,
একা একা দেখা, বেলা যায় চলে
ফেরি আলার হাক ডাক- হরেক মালে!


পরন্তু বিকেলে ঘুরে দেখা মাঠ ঘাট,
মৃদু বাতাসে নড়া চড়া ঘাস ফড়িং,
সন্ধ্যায় মশা তাড়ানো ফগিং মেশিনে,
ধোঁয়াময় গন্ধে মিশে থাকা স্বপ্ন রঙীন।
থমকে দাঁড়ায় চাওয়া পাওয়া, বিনিবেশ
স্থির শহরে, বকাটে চরিত্রে, অরিকেত।