গভীরতা খুঁজতে তোমার
বার বার ডুব দিয়েছি, অতল সমুদ্রে।
কখনো আবার ভিজেছি
ঘামে ভেজা, শ্রাবণ ধারাতে।
কখনো কখনো
কুয়াশাময় তোমার নূপুরে।


চাঁদের ব্যথা জানতে
ডুব দি, জোৎস্নার গভীরে ।
কলঙ্কিনী রাতের কথায়
হাত দিয়েছি, নিশির গভীরে।
ভারী ভারী ঝাপসা চোখে
পাইনি খুঁজে, তোমার অতল...
দেখি, সূর্যের আলোক রশ্মিতে
জীবাত্মারা কথা বলে, দেবাত্মার সাথে।