আমি তুই দিবাকর আর বলবীর.....
সে দিন কেউ চিনতো না  জীবনের আঁকা বাঁকা
পথ গুলো যে দিন সবাই এক হয়ে ঘর ছাড়ে
রওনা দি লালবাগে এক্কা গাড়ীর নিয়ে ।
দেখি অনেক নতুন নতুন ফুল ফুটেছে
পথের ধারে আমি তুই দিবাকর আর বলবীর....
কাজল দেবাশিস মাতব্বর মুখার্জি.......
অনেকেই সেদিন বসে ছিল এক্কা গড়িতে
এক নিমেষে ভরে ওঠে লালবাগ লাল রঙে
সবার সাথে সবার মাঝে জবা শিমুল লাল গোলাপে
জানা অজানা কিছু ঘর ছাড়া তরুনদের হাতে
আঠারো ঊনিশ কুঁড়ি কিংবা বাইশ
আমি তুই দিবাকর আর বলবীর.......


কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদ হাজার দুয়ারী
মালদা থেকে খড়গপুর আইআইটি হাব
সব একত্রিত ছুটে চলি হাওড়া স্টেশনে
বর্ডার ফিল্মের জনপ্রিয় গানের সুরে
সন্দেশে আতে হে হ্যামে তরপাতে হে
কে ঘর কব আয়োগে..  ঘরছাড়া তরুনদের কন্ঠে
তার পর অনেক গানই আসল,  মনে রইলো না ।
ন মাসের যাত্রা শেষে যখন আমরা যোদপুরে
মহারন্ গড়ের কেল্লায় সূর্যের রঙে সূর্যো নগরীতে
ঘন নীল পাথরের দেশে হারিয়ে যায়
কাজল দেবাশিস মাতব্বর মুখার্জি .....।
আঁকা বাঁকা পথের ফুল গুলো শুকিয়ে বিশ বছর
আমি তুই দিবাকর আর বলবীর.........।