তুই যখন মৃত্যু শয্যায়,
আমি কান পেতে শুনি, তোর নিঃশ্বাস,
এক - এক করে কড় গুনে হিসেব করি।
বেড়ালের দৃষ্টিতে তাকিয়ে থাকি - তোর মুখে,
দেখতে তোর শেষ নিঃশ্বাস,
এই বুঝি শেষ হলো - একটা প্রাণ।


ইন্দুর বেড়ালের খেলায়,
পৌষমাসেই ছিল, সব সর্বনাশ।
আমি সর্বনাশের খেলায় মগ্ন,
দেখি, ঘূর্ণি ঝরে তোলপাড় - গোটা সকাল,
বন্যার জলে ভেসে যায় - আমার দুপুর,
তুই বলবি,- প্রকৃতির লীলা।
আত্মহত্যার শিরোনাম দিতে চাইবি না,
আর চাইলেও নির্মম হত্যা বলা যাবে না।


তুই মৃত্যু শয্যায়,
তোর কথাই থাক।
প্রকৃতির লীলায় বিকেলটা কাটালাম - বজ্রপাতে।
ইন্দুরের পেছনে ছুটলো বেড়াল।
যত বেশী আর্তনাদ,
তত বেশী ভিড়, সন্ধে তারার দল,
বেড়ালের দৃষ্টিতে তাকিয়ে থাকে - তোর মুখে,
এই বুঝি শেষ হলো - আর একটা প্রাণ।