তুই বয়ে চলেছিস, খড় স্রোতে
পলাশ ভরা বসন্তে...
আমার শরীর জুড়ে, হে মানব জীবন ।
আমি পারাপার হতে, ঝাঁপ দি তোর বুকে
পাল তুলে ভরা যৌবনে...
নির্ভেজাল আড্ডায়, রাগ - বাহারের যুগল বন্দি
ঐ, অবহেলার পশুগুলির সাথে
নোংরা বসনে কোলে, জীবাশ্ম।


যারা অসংখ্য ভিড়ে, হারিয়েছে নিজেকে
অতল সমুদ্রে, পথ ভ্রষ্ট হয়ে ফিরেছে ।
তাদেরও মাথায়, জোৎস্থাময় - চাঁদ
দেখে আয়নায়, ঝাপসা অস্পষ্ট মুখ।
এলোমেলো কালো ঝড়ের রাতে
তারাও শোনে, তোর খড় স্রোতের শব্দ।


আমার সারা শরীর জুড়ে - তোর, ঝর্না
পুরুষের বুকে, পা রেখে ঝরে পড়ে
মাথা নত, হাড়ভাঙ্গা শ্রাবণের ঘামে।
শরীরের লোমকূপের এক এক ছিদ্রে
ফুটে ওঠে, পলাশ ভরা বসন্ত...
আমাকে নিয়ে চল, তুই
পাল তুলে,তোর ভরা যৌবনে...