সূর্য যখন গোপন ঘরে, ঘুমিয়ে
ব্যস্ত দিনের ঝুট ঝামেলা এড়িয়ে।
তখন শুরু, তোর যাত্রা পালা
রঙ বদলের বাসি মালা।
রোজই জন্ম তোর, রাতের কোলে
সকাল হতেই, তুই মরিস অকালে।
ভালোবাসার তুই কালো রাত
কালো রঙে রোজ, মাখিস ভাত।
অন্ধকারে গভীর নিঃশ্বাস ডেলে
জন্মসূত্র হারা, তুই বাউণ্ডুলে।
লোকে বলে তুই কালো মেয়ে
অন্ধকারে, কালো গান গেয়ে
আমার নিঃশ্বাসে করিস বাস
ঘুরিস ফিরিস রোজ, আস পাশ।
উপহারের, কালো রঙে রাঙিয়ে
রূপবতী হ্ তুই কালো মেয়ে।