নস্টালজিয়া মন, এই জানালায় বন্দী,
এখানেই ছিলো তোর বন্ধুত্ব,আর প্রেমের সন্ধি।
প্রতিদিনের কান্না ছেড়ে, দূরে
প্যাসিফিক পেরিয়ে, পৃথিবীর ওপারে
উড়ে যেতে, সাদা অ্যালবাট্রস পাখি হয়ে
সঠিক হাতে হাত, আমারা একত্রিত হয়ে ।
না! সে প্রেমের কোন নাম জানা নেই
কোনো ছোঁয়াচে ডাকনামও নেই ,
যার জন্য ব্যস্ত চোখে মস্ত হাসি
সেই সমস্ত এক তরফা,প্রেমের দাসী
আজ নাহয় কাল......
পরশু কিংবা পরকাল.....
বড়ো বেদনার মত বাজবে তুমি
ভাসাব তরী,ভাসাব মন,ভাসব আমি ।
মিস্টি স্মৃতির দুষ্টুমিতে টুকরো কিছু বার্তালাপ,
মলিন হাসি আবছা আলো অল্প কিছু মন খারাপ
আঙুল ডগায় তুলে পলাশ, হলুদ কিংবা লাল
নরম গালে ফুটে ওঠে অন্য বসন্ত কাল।