কবিতা গুলো আজ কাল বড়ই জটিল।
জটিল রোগ গ্রস্ত আমার শরীরের।।
কড়া ঔষধের মাত্রায় কড়া উচ্চারণ।
অভিধান খুঁজে দেখে বনস্পতি।।
তার উপর সেই পুরোনো কাশিটা?
অনেক রাত পর্যন্ত জেগে বসে থাকে।।
গত কালই ডাক্তার বাবু বললেন-
"বানানের উপর জোর দিন,
ভূলটাকে যে আপনি ভুল করছেন।
আর ছন্দ ছাড়া সব ন্যাড়া ন্যাড়া । "
ভাবছি আর ডাক্তার দেখাবো না।
ঔষধ গুলো ফেলে দেবো গলির নর্দমায়।।
তুলসী পাতায় যদি কাজ হয়ে যায়!
বাড়ির ইলেকট্রিকের বিল...
তোর ছেঁড়া নোংরা জামা প্যান্ট,
এই বয়সে সবই কঠিন - সমাধান।
চশমা ছাড়া এত ছোট ছোট লেখা পড়া,
পাওয়ার টাও বেড়েছে শব্দে শব্দে।।
কঠিন কঠিন ঔষধের মাত্রা ছাড়া লাইন।
কঠিন ব্যাধি হয়ে জাপটে ধরেছে আমাকে।।