সকাল হ'তে হ'তেই
মেঘ গুলো চলে আসে গল্প লিখতে,
সাদা কালো হালকা গাঢ়, কতো মেঘ।
ঘরটা ভরিয়ে দেয় মেঘলা গল্পে ।
একটু পরেই বোধ হয়, বৃষ্টি নামবে...


না! এখনো বৃষ্টি হ'য়নি।
শুধু বুক ফাটা যন্ত্রণায় কলম চলছে,
বজ্রপাতে ঘন দিস্তা ভর্তি আমার ঘর।
তোলপাড় করা মেঘের খেয়ালে,
লন্ড ভন্ড তোমার প্রেম, কয়েকটা বছর।


হ্যাঁ, অবশেষে বৃষ্টি হ'লো।
বুকের যন্ত্রণাটা আর নেই কলমে,
নেই বজ্রপাতের কোন চিহ্ন, দিস্তায়।
শুধু গাঢ় থক থকে রক্ত ভরা দোয়াত
টেবিলে, ছিদ্রান্বেষী চওড়া অন্ধকারে।


কলমের নিবে এখন নতুন পাতা,
হাজার হাজার, ছিদ্র ছিদ্র মন্তব্য।
অন্ধকার ঘরে ঢোকে আলোক রশ্মি,
দরজায়, তোমার আলতা পায়ের ছাপ।