ক্লান্তি দিনের শেষে যখন আকাশ লাল
বড়ো কঠিন হয়ে ওঠে আমার অন্ধকার
ঘরের তুমুল ঝড়ে লন্ড ভন্ড বিছানার চাদর
মন চাইলেও মলিনতা ফেরে না জীবন হাটে
শুইয়ে থাকা শৈশব থেকে যৌবন বার্ধক্যের উঠান
সকাল সন্ধ্যা কেউ কেউ আসে আবার ফিরে যায়
ঝরে পড়া শুকনো পাতা শিমুল বসন্ত ছেঁড়া দূর্বা
এক দিন পেয়েছিল কোমল স্পর্শ নারী দিবস
পাশের বাড়ির ছাদে যে দিন কোকিল দেখি
বুঝতে পারি নারকেল গাছে কাকের বাসায়
সমাজ খোঁজে নারীর অধিকার .........