এই মিনসে, কি দেখছিস রে?
অমন ডাগর গতর!! দেখিসনিকো আগে?
কি দেখছিস, ড্যাবা ড্যাবা চোখ ভোরে?
বুঝলি, দেখলে হবে? খরচা আছে।
পারবি কি তুই, খরচা দিতে?
নাকি, ঐ ড্যামনাটার মতো
খালি পকেটে পিরিত মাড়াতে এসেছিস।
তোরো পকেট কি খালি, নাকি মাল - ঠাল আছে?
তুই তো আমার হিরো রে,
পেতে পারিস মালের বদলে মালটা'কে।
ছারনা, কর, কিছু ঢিলা কর।
অনেক কিছু দেখাবো রে তোকে
এই চাঁদ, সূর্য, ঘুমন্ত পৃথিবী,
কচুরিপানা ভর্তি ডোবা - সমুদ্র,
সন্ধ্যা তারায় ভরা নিঝুম পাড়া।
অনেক কিছুই আছে রে মাইরি,
তবে ফোক'টে কিছুই হবে না।
জানিস তো,
ভাত দেয় না ভাতারে,
ভাত দেয় গতরে।
গতর ছাড়া কিছুই নেই যে আমার,
সব হারিয়েছি, তোদের ঐ সভ্য সমাজে
পারিনি, তোদের মতো চুরি চামারি করতে।
পারিনা, তোদের মতো মুখ ঢেকে নিষিদ্ধ পল্লীতে ঘুরতে।