মুদির দোকান খুলে, চুপটি মেরে বসে আছি।
অপেক্ষা, খদ্দের এলেই,
অবশিষ্ট ব্যপারটা পরিস্কার হয়ে যাবে।
আর যদি না আসে?
অসম্পূর্ণ রহস্য, অপরিষ্কার রয়ে যাবে
একটা নষ্টা কবিতায়।
কিছু সাদা পাতা ভরে যাবে পেনের দাগে,
তারপর কুচি কুচি টুকরো,
সোজা ডাসবিনে, অপ্রকাশিত কবিতা।
পেপার লেস যুগে,
অন্য কারো লেখা মহাভারতে,
নতুন করে হবে দ্রোপদীর বস্ত্রহরণ।
আর সেই সংবাদটাই ফ্রন্ট লাইন থেকে
পুরোনো ঠোঙায় জ'মে,
অপেক্ষা, খদ্দের এলেই,
রাজনীতির একটা অংশ, পরিস্কার হয়ে যাবে।
আর যদি না আসে?
কিছু দলীয় নেতা অপরিষ্কার খদ্দরে,
শ্লোগান দেবে, নষ্টা কবিতায়।