বুরুজখলিফা টাওয়ার থেকে,
যখন তোমায় দেখি, সাংসারিক কাজে
ব্যস্ততায় তুমি, লম্বা চীনের পাঁচিল
ঢেকে দাও গলির সরু নর্দমায়।


এভারেস্টের উঁচু শিখর থেকে,
দু একবার উঁকিও মেরেছি।
খোঁজ খবর জানতে, সংসারের।
শীতল সাদা বরফের শ্বাস কষ্টে
গোপনীয়তা, সাড়াদেয় সংসারে।


এত উঁচু থেকে নিজেকে দেখতে ভয় লাগে।
এখানে কোন বন্ধুত্বের অবয়ব নেই,
পাখিদের, গাছের, নদী,পাকা ধান
সব ছেড়ে চলে গেছে, আমার বন্ধুত্ব।


এখন মাঝেমাঝে টু বাই ফোর, ফ্ল্যাটের
নাইন্থ ফ্লোরে, খোলা জানালার দৃশ্য।
ভয় লাগে, আমার তো পাখনা নেই
উড়বো কি ভাবে, এ শূন্য আকাশে।
আমার তো ডাল পালা, কিছুই নেই,
কেমন করে দাঁড়াবো, এ শহরের রাস্তায়।


শুধু ঈশ্বর, আল্লাহর দোহাই দিয়ে
অন্ধকারকে বেশী প্রয়োজন মনে করে ছিলাম।
যদি কেউ কেড়ে নেয় পায়ের নিচের জমিটা,
কোন কবরে স্থায়িত্ব হবে আমার।
কোথায় পাবো সেই পছন্দের অন্ধকার।


গ্লেসিয়ার ভাঙনের ফাঁকে তুমি,
অন্যমনস্কা, ব্যস্ত সাংসারিক কাজে।