পৃথিবীটা ঠিক যত টুকু সরে যায়,
কক্ষপথে মৃত্যুর ঘরে।
আমি  ঠিক তত টুকুই এগোতে পারি,
তোমার বাড়ীর দিকে,
এক পা দুই পা কিনে।


সূর্যের আলোর ভরসা,
আরো চাঁদের ফ্যাকাসে গানে।
সাহস দেখিয়ে, লক্ষ মাইল দূরের পথে নেমে,
আলোকবর্ষ ঠিকানায়,
আমাদের বাইশটা বছর।


তপস্যারত শিশু বেলা বড় হতে হতে,
মেঠো পথ ফুরায়,
কাঁটা ঘাস নিশ্চিহ্ন ছাপ।
কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ নিত্য নতুন কলা কৌশল
পুড়ে ছাই নিরুত্তর মেরুদণ্ড হীন গাছ।
অনুসন্ধান পোড়া ডাল হরিনামে
হাতড়ে হাতড়ে চলা,
এক পা দুই পা আরো কিনে।


তোমার বাড়ির ঠিকানা.....
পৃথিবীর কক্ষপথে,
ক্লান্তির ঋতু পরিবর্তন।
আরো কিছুটা সরে সরে যায়,
আমার বাইশ বছর।
আলোকবর্ষ আরো ঘুরে
তপস্যার শিশু বেলায় মৃত্যুর ঘরে,
প্রেমালাপ বাড়ন্ত বয়স।