রাস্তা,যেখানে তোর ছাপ কুড়ি বছরের
রাস্তা,সেখানে স্বপ্ন পোষা ,শেষ আদরের ।
আমার মেঠো পথে, ধুলো ভর্তি বেকারত্ব
শূন্য গরম পিচে, ঝুলছে স্নেহের দায়বদ্ধ।
সেখানেই এক মোড়ের চায়ের দোকানে বসে
সন্ধ্যায়, মুড়ি চপ আর লিকার চায়ে দোষে,
অপেক্ষার চুমুক, গোটা আকাশ চাঁদের
ছাপ খুঁজে নেওয়া, বন্ধ কারখানা গেটের।
আঁকা বাঁকা পথ,খালি পায়ে ঝুলানো বড়ো তালা,
জীবনের মানে খুঁজতে, ভুলে যাওয়া বাসি মালা ।
হাসি কান্নার গড় হিসেবে, দিস্তা খাতায় লেখা
একটু জিরিয়ে রকে বসে আবার স্বপ্ন দেখা।
হঠাৎ কোন দিন সেই মোড়ের, বন্ধ কারখানা ,
তালা ভেঙ্গে, মেঠো পথ আর পিচ রাস্তা খানা,
এক করে আমাদের গল্পের শেষে, খুঁজি যাদের
কিংবা সেই কবিতা লেখা দিন, গোটা চাঁদের ।
তোর খাতার শেষের পাতায়, কুড়ি বছরের ছাপ
অচেনা পুরুষ মানুষের ভিড়ে, চায়ের প্লেট-কাপ
ধুয়ে ফেলে বেকারত্ব, কর্ম খালি পেপার মুড়ে
ফুটপাত ভেসে শরীরের ঘাম, আদরের রাস্তা জুড়ে ।