রক্তাক্ত গাছের ডাল গুলো
ক্ষত বিক্ষত হয়ে এলোমেলো ভাবে
পরে আছে বাগানের এক কোনে ।
বুনো হাতির পদ তলে পিষ্ট হয়ে
চিৎকার করে ডেকেছে তোমায় ......
যেখানে কোনো দিন বর্ষা নামেনি
ঝিঝি পোকার ডাক কখনও শোনেনি কেউ,
তাদের সংগোপনে নিশি রাতে কাঁদেছে
ছোট ছোট গুল্ম লতা পাতার দল ।
যারা কেড়ে নিয়েছিল তোমার স্বাধীনতা.....
তাদেরই বিক্ষোভ সমাবেশ মিছিলে
অনেক শুনেছি "গাছেরো প্রান আছে "....
" গাছ লাগান প্রান বাঁচান ".......।
তোমার বাড়ির বাগানে যেদিন প্রথম বার
আশার বাঁধন ছিঁড়ে শ্রাবণ নেমেছে ,
আমায় ঘিরে কেটেছে তোমার বনোৎসব।
সে দিন প্রথম, তোমায় ভালোবাসি
চলো, অঝর বৃষ্টিতে ভিজে যাই দুজনে ......