এক দিন শুকিয়ে যাবে, পাখিটার কন্ঠ
সেদিনের ভোরের আলোয়
গাইবে না আর কেউ গান ।
এক দিন আকাশে থাকবে না একটিও তারা
অমাবস্যায়, অবুঝ চাঁদ খুঁজবে তার আস্তানা ।
সেই দিন হয়তো  তোর পাশে আমিও শোবো,
সেই দিন আবার, আগের মতন করে আমরা হাসবো
যারা মৃদু স্বরে হরি কীর্তন গাইবে
বলো হরি হরি বোলে, অশ্রুজলে ভাসবে
তারা কেউ আর, সে দিন আমাদের কেহ নয়।
সেই দিন শুধু তুই আমার আর আমি তোর,
সেই দিন তোর সমাধির পাশে আমিও পুড়বো,
চিতার আগুনে দূর হবে সব হারানোর যন্ত্রণা ।
চিতার ধোঁয়ায় মিশে থাকবে আমাদের ভালবাসা।
সেই দিন আমিও ঘুমবো তোর ঘুমে
যেমনটি ঘুমাইতাম হাজার বছর আগে ।