আমি চাই তোকে আবার ভালোবাসতে,
চাই, তোর হাত ধরে কিছুটা পথ চলতে।
তুই কি পারবি?
মিছিলের ভীড়ে, আমায় নিয়ে হারিয়ে যেতে।


আমি চাই তোকে আবার কাছে পেতে,
চাই, তোর দুই চোখে মহাকাশ দেখতে।
তুই কি পারবি?
এই শূন্য আকাশে তারা ভরিয়ে দিতে ।


যে রাস্তায় আমার রোজ হাঁটা,
দাড়িয়ে দাড়িয়ে, তোর কথা বলা
"বিপ্লব আসছে, বিপ্লব আসবেই"-
উন্মাদে পাগল হয়ে জড়িয়ে ধরা।
সেখানেই, এক মস্ত বৃক্ষে, ঝুলছে মহামানব।  
চল, এগিয়ে যাই।


ঐ জং ধরা বন্ধ কারখানার তালা ভেঙ্গে,
শ্রমের গান গাই। শরীরের গরম ঘামে রক্ত মিশিয়ে
চল যাই,
ঐ দূর কৃষকের খরা জমিতে,
হতাশার মুখে খুশির জোয়ার ভরি,
আত্মহত্যার গ্লানি মুছে, আশার ফসল বুনি।


তুই কি পারবি না? এদের ভালোবাসতে,
ডিজিটাল যুগ, বায়ুতাপ নিয়ন্ত্রণ ঘর ছেড়ে,
এক বার, রাস্তায় নামতে,
আগের মতো করে, আবার আমায় ভালোবাসতে।