তুই বাঁচতে চেয়ে ছিলি।
একটু একটু করে, মৃত্যুর মুখে
তোকে ঠেলে দিয়ে ছিলাম ।
তুই হাসতে চেয়ে ছিলি।
একটু একটু করে, অন্ধকারে
তোকে ঠেলে দিয়ে ছিলাম ।
অসহায় কাতর চোখে,
এক দৃষ্টিতে চেয়ে ছিলি আকাশ ।
জীবনের মানে খুঁজতে গিয়ে
হাজার প্রশ্ন, তোর শ্বাস রোধ করেছিলো।
বেঁচে থাকতে কি কি প্রয়োজন ?
কোন যোগ্যতায় পৃথিবী জেতা যায়?
তোর কাছে সাদা-কালো পর্দায়
একটা, অন্ধকারে ঘেরা অরণ্য রহস্য ।
এটা ডিসকভারি চ্যানেল নয়
তাই, কেউ জানবে না কিভাবে
একটা বাঘ, খুব সহজেই, একটা হরিণের
একটু একটু করে নিশ্বাস কেড়ে নেয় ।