আয়নাটাও সেদিন অভিমান করে ছিলো
অভিমান করে ছিলো শাখা,পলা সিন্দূর ।
স্রোতের তলায় লুকিয়ে ছিলো কিছু কান্না,
কিছু কান্না হারিয়ে ছিলো প্রশ্ন চিহ্নে ।
পাহাড়ের গাঁ ঘেঁষে যা কিছু ভেসে আসছিলো,
মেঘেদের সংস্পর্শে এসে,ঝরে পড়ল চোখ থেকে।


বাতাসেরা আর কোনদিন ঘরে ফিরবে না,
যারা ফিরেছে, শূন্য রাস্তায় বুটের আওয়াজে
সহজাত কিছু সৈনিক, যারা সব কিছু দেখছিলো
তাদের ব্যানেটও নিতে চায় বদলা
তোমার রক্তের। ঝরে পড়া চোখের জলে
ধুতে চায় হেলমেটের ঘাম। সেদিন এক মা,
নিজেকে লুকিয়ে ছিলো দরজা বন্ধ করে
স্মৃতির দোলনায় আকড়ে ধরতে মমতা
তোর ছবিটা সাজিয়ে ছিলো ফুল চন্দনে।


দুজনে হাতে হাত রেখে এসেছিলে এক দিন
এঘরে, সহজাত সৈনিক ফুলের তোড়া হাতে
আজ রাষ্ট্রীয় স্যালুট-সেলামীতে, তোর বাড়ী ফেরা
ত্রিবর্ণ রঞ্জিত পতাকায় ঢাকা তাবুত দেহ
শহীদ বিধবার বুক ফাটিয়ে পালন, শৌর্য দিবস ।