**কবিতা //তোমার শুভ পরিণয়ে //


   // গণেশ চৌধুরী //


বিষাক্ত সরীসৃপের ছোবলে কালো রাত,
তোমার খয়রা দু'চোখে নীল সাজ।
সন্ধ্যার আরতিতে উলু শঙ্খধ্বনি,
আমার ভালবাসা, নিঃশ্বাসের চরম উন্মাদনায়।


আহত নিহত গোলাপের শেষ পাপড়িতে,
পূর্ণিমা রাত, এক বোকা চাঁদের শুভ পরিণয়।
তোমার খয়রা দু'চোখেই,
আজ আমাদের সবার রাত্রি যাপন।


মণ্ডপে তছনছ সানাই সুরে, সরীসৃপের খোলস
লোমকূপ ছুঁয়ে ঘুরে বেড়ায় দু'টো নিঃশ্বাস।
সাক্ষী বিষাক্ত কালো রাতে, রাত জাগা তারা,
আগন্তুক বাতাসের খাম খেয়ালী দুরন্তপনা।


কালো রঙে স্পর্শ,আমার শারীরিক পরিবর্তে,
খয়রা দু'চোখ অন্তঃসত্ত্বা, প্রসবে নতুন প্রেম।
শুভ দৃষ্টি আর সাত পাকে অজুহাত,
অচেনা অজানা রাতদিনের অবুঝ উত্তেজনা।


রজনীর খোলা চুলে মরীচিকার গোলক ধাঁধা,
মাথা ভরা লাল সিন্দূরে হিসেব কষা।
শূন্যের অংক খাতা এলোমেলো,
ছড়িয়ে ছিটিয়ে আমার ভাগের অবশিষ্ট।