ঘুমের ঘোরে আছি সবাই
ঘুমন্ত নগরে ।
স্বপ্নালু মন স্বপ্ন দেখে
পাখির ডানায় চড়ে ।
এইদিকে যে যাচ্ছে চুরি
উনুন, হাড়ি, বাটি ।
তারপরও কি খেলবো মোরা
স্বপ্নে রান্নাবাটি?
কোন নেশাতে স্বপ্ন মাতাল?
বুনছো শুধুই মিথ্যে মিথ্যের জাল।
বাঁচবে মাটি? বাঁচবে ছেলে?
রক্তস্নাত নিজের মেয়ে ।
স্বপ্ন ছাড়ো,স্বপ্ন ধরো,
বাঁচার জন্য স্বপ্ন দেখো।
আসুক প্রলয় মনের মাঝে
বাঁচব না আর স্বপ্ন রাজ্যে ।