আকাশের বুক চিরে বেরিয়ে আসা সূর্য কিরন পাথরের বুকে ভালবাসার ফুল ফোটাতে কার্পণ্য করেনি ।ক্রমশ পড়ন্ত বেলায় সাতরঙা দিগন্ত হৃদয়কে করে তুলেছিল বর্ণময় ।ঘরে ফেরা পাখির কুজন পরিতৃপ্তির পেয়ালা নিয়ে দাড়িয়ে ছিল মনের আঙ্গিনায় ।মাটির সঙ্গে দূর দিগন্তে চাঁদের কানাকানি ।স্নিগ্ধতায় ভরপুর সেই গোধূলি বেলায় হাওয়ায় উড়া তোমার আঁচলের মিষ্টি গন্ধ, আর আমার হাত ধরে ক্রমশ তোমার বিলীন হয়ে যাওয়ার স্বাক্ষী ছিল পরিপূর্ণ সেই রাত ।না, তোমাকে নিয়ে কোনো ব্যবচ্ছেদের  খেলায় আমি মেতে উঠিনি । আমি শুধু চেয়েছি স্বর্গীয় সেই রাতটা মলিনতা রোধক তুলির স্পর্শে অটুট রাখতে ।