আগামীর গর্ভে জন্ম নেওয়া কোনো এক শিশু যদি বলে উঠে, "একবিংশ শতাব্দীতে হৃদয়ের উষ্নতা হারিয়ে পৃথিবী যখন শীতল হয়ে আসছিল, তোমরা কেন উষ্নতার বীজ বপন করোনি বন্ধ্যা পৃথিবীর বুকে? তোমাদের হাতে বোনা উষ্নতার গাছগুলো আজ আমাদের প্রাণবায়ু দান করত।"
তখন কি আমরা বলব ,"আমরা অপারগ ছিলাম।"