হামাগুড়ি আর হোঁচট খেয়ে
নিষ্পাপ পথ চলার মাঝে
ছিল অনাবিল আনন্দ ।


আলোকিত সেই পথে
কোনো কিছুই আমার থেকে
দূরে সরে যায়নি ।


কিন্তু ছায়াপথ ধরে যখন শিখলাম
সাবলীল চলা,
নিজের অজান্তেই কোনো এক স্বত্বা
ক্রমশ আমার থেকে দূরে
সরতে লাগল ।


সেই স্বত্বা বিচ্ছিন্ন হওয়ার সময়
আমার মাঝেই রেখে  গিয়েছিল
লজ্জা আর ভয়ের বীজ ।


হারিয়ে যাওয়া সেই স্বত্বাকে
আর আপন করে নিতে পারিনা,
লজ্জা আর ভয়ের গাছ এখন
পরিপূর্ণতা লাভ করেছে ।


পৃথিবীটা হয়ে গেছে অনেক সঙ্কীর্ণ
তাই খুঁজে ফিরি সেই স্বত্বাকে;
বিস্তীর্ণ জীবনের  আশায় ।