জীবনে চলার পথে
প্রতিশ্রুতির ছন্দপতন ঘটলেই
থাকে অজুহাত ।
দ্বিচারিতায় অঙ্গীকার ভঙ্গের
ষোলকলা পূর্ণ হলে
অজুহাতের দিব্যি খাওয়া ।
এমনি করে চলতে চলতে
হাজারো অজুহাতের গর্ভে
হারিয়ে যায়
হাজারো সম্ভাবনা  ।
তবু আলোকিত আগামীর
নির্বিকার স্বপ্নাভিলাষীরা
অজুহাত প্রদর্শনের
প্রতিযোগিতা থেকে
পিছপা হয় না ।