সনাতনী সভ্যতার প্রাচীর ভেদে
আসে বিভাজনের দমকা হাওয়া,
বারংবার কলুষিত হয় সভ্য ইতিহাস ।
কখনো পঞ্চনদের প্রবাহ বেয়ে,
কখনো কাশ্মীর, কখনো ত্রিকূট
কিংবা ফুলডুংড়ি উপত্যকা গড়িয়ে
ঝরে অপাপবিদ্ধ রক্ত ধারা ।
দেশমাতৃকা বার বার অবগুন্ঠনে
আড়াল করে সলজ্জ বদন।
তবু ঈশানের পুঞ্জমেঘের অন্তরালে
বেলেল্লা সন্তানরা
আবারো রচনা করে
বিভাজনের নীল নকশা ।