জানি দিগন্তের ওপারে
তোমার আমার পথ
মিশে গেছে একসাথে ।
নদীগুলো সবই একাকার
হয়ে যায় মহাসমুদ্রে।
ক্ষনিকের পথভ্রষ্ট অভিযাত্রী
খুঁজে পায়
অনন্ত সেই পথ,
তারপর অনাবিল আনন্দে
সৃষ্টির ধ্বজা নিয়ে
সেই পথে চলবে
যুগ থেকে যুগান্তরে ।