সর্বনাশের কাছে নতজানু নারীদেহ
বেয়ে ঝরে রক্তস্রোত,
অমোঘ ঝড়ে ভালবাসার
স্বপ্নবিলাসিনীর রাতগুলি
পালাবদলের ভারে হয়ে উঠে অভিশপ্ত,
ভূ-দর্শনের পূর্বেই কন্যা ভ্রূণের
জীবনের জবনিকাপাত,
কোথাও উঠে স্লোগান
"আগে নারী সুরক্ষার নিশ্চয়তা
তারপর সাইকেল বিতরণ ",
তবুও বেঁচে থাকে নারী দিবস
অন্তহীন প্রয়াস
আর হাজারো কবিতার মাঝে-
মা সালাম তুঝে ।