লাল পলাশের ঘরে, বসন্ত শেষ হয়ে গেলে,
আবার নতুন কুঁড়ি আসে।
তবু কেন-
এই সব গোধূলী বেলায়্,
দখিনা বাতাস ধরে,
তারা সব চুপিচুপি এসে-
উঁকি ঝুঁকি মারে-
আমার ঘরের পাশে এসে।

সেই সব গান কবে, গাওয়া
        হয়ে গেছে শেষ।
আজীবন শুধু তার -
         রয়ে যাক রেশ॥


                   ১৪।১১।১৯৯০
                    কোলকাতা।