এই ছড়ানো সকাল       এই জড়ানো বিকেলে-
জড়িয়ে পড়েছি আমি         তোমাদের সাথে॥
এই স্বপ্নপথ                         এই আনন্দরথ
বেগনভালিয়া মন                এই যে মহেন্দ্রক্ষন
তোমাদেরি সাথে॥

সিঁড়ি দিয়ে চুপিচুপি        মগজের কাছাকাছি
ফিস ফিস করে তারা      কী যে কথা কয়।
কখনো স্পষ্ট করে-         কখনো তন্দ্রাঘোরে
ছাই পাঁশ যত সব            শুনে যেতে হয়।

রাতের অন্ধকারে               মনের বন্ধ ঘরে-
কোনো এক ভূত এসে-        শুতে চায়।
অজানা অসম্ভব            মৃতদের কলরব,
কিছু ব্যথা-                    চেনা মনে হয়।

দেখোনা প্যাঁচারা জেগে-        দেখোনা ইঁদুর পচে,
বাকী সব ঘুন পোকা-          কুরে কুরে খায়॥
এই যে সামান্য দূর         কতো যে স্মৃতিমেদূর,
শরীর পাষাণ ভার             শুয়ে যেতে চায়।

এসো হে সোনার তরী        এসো হে জান্নাত নুরী।
নিয়ে চলো সাথে করে-
শ্রী মধূসুদন॥


২।৩।২০২০
ঘাটোটাঁড়