বারুদের গন্ধমাখা, বৃষ্টিভেজা ভোর,
কাঁটাতারের দুপারে এখন শান্তি।
কাঁটাতার বেয়ে ওঠে কুমড়োর লতা-
অনাহুত বেমানান অতিথির মত।
মেঘচিরে ভেসে আসা সোনালী আলোয়-
নরম হাওয়ায় দোলে কুমড়োর ফুল।
কাঁটাতারের দুধারে এখন শান্তি।
জওয়ানেরা প্রাত্যহিক মহড়ার পরে-
জড়তা ভাঙতে উস্ন চায়ের কাপে চুমুক দেয়।
ধানক্ষেতে পড়ে থাকে-
কিশোরের লাশ।


হয়তো ক্ষেতের কাজে,
কেউ কেউ দূর গ্রাম থেকে দেরী করে ফেরে।
ঘরে ফেরে? ফেরে তবে তার আগে
মৃতদেহে পড়ে যায় সরকারি ছাপ-
জঙ্গী বাহিনীর ‘এরিয়া কমান্ডার’।


সীমানা টিমানা সব মিছে কথা।
মানুষকে কাঁটাতার দিয়ে বাঁধা যায়?
যে মায়ের কোল খালি করে গেলি তুই,
তোর জন্যে শাকভাত ঢাকা দিয়ে
বসে থাকে সারারাত।
ক্রশ ফায়ারিং, বারুদের গন্ধ-
ফ্ল্যাগ মিটিং এর পরে-
সোনালী আলোয় দোলে কুমড়োর ফুল।
টেরোরিষ্ট, কমব্যাট ফোর্স একাকার হয়ে যায়-
চালশে চোখে তফাৎ বুঝি না আর।
কানে শুনি ছেলেহারা মায়ের হাহাকার।
দুজনের মাঝখানে জেগে থাকে সারারাত-
                                   কাঁটাতার।