বালকের চুল ঘেঁষে বাতাসেরা
ঘোরাফেরা করে,
প্রজাপতি, কাশফুল,
সরষে ক্ষেতের কাকতাড়ুয়াটা বলে-
উজানের পথে,
আরো কিছু রঙ দিও বালকের চোখে।
বাতাসেরা ফিস্ ফিস্ করে-
পৃথিবীটা তোমার মতন।


সন্ধেবেলায়, নিথর বৃদ্ধের বুক ঘেঁষে
বাতাসেরা জলজ উদ্ভিদের মতো
স্থির হয়ে আছে।
শকুনেরা, শেয়ালেরা,
হলদে ধানের শীষ
হলদে যবের ক্ষেত-
হয়তো বাতাসকে বলে
হয়তো বা স্বগতোক্তি করে-
পৃথিবী কি আমার মতন!