রাষ্ট্রের পেশী শক্তি যখন
ক্ষমতার স্পর্ধায় উম্মত্ত।
যখনি বন্দুকের নল ক্ষমতার উৎস  হয়ে যায়।
যখনি মানুষের শুধু মানুষের মতো বেঁচে থাকার নুন্যতম অধিকার হয় ভূলুণ্ঠিত।
যখনি ধর্ম হয় শুধু নির্বাচনে জেতার হাতিয়ার।
যখনি ঘৃণার বিষবাষ্প ঢেকে দেয়
দিল্লী থেকে কোয়েমবাটুর
আমেদাবাদ থেকে গুয়াহাটি।
ঠিক তখনই গর্জে ওঠে জে এন ইউ
ফুঁসে ওঠে জামিয়া
কোলকাতার সব রাস্তা সব মোড়
হয়ে ওঠে যাদবপুর।
আর-
আর সেই ভয়ঙ্কর শীতার্ত রাতে -
কোহ কোহ অন্ধকারে -
এক টুকরো জ্বলন্ত কয়লার মতো
জেগে ওঠা নতুন দ্বীপের মতো -
জেগে ওঠে শাহিন বাগ।
শাহিন বাগ কোনো রাস্তার নাম নয়।
শাহিন বাগ কোনো জায়গার নাম নয়।
আজ প্রতিটি রাস্তা শাহিন বাগ।
আজ প্রতিটি হৃদয় শাহিন বাগ।
আজ যে শিশুর জন্ম হল -
তার নাম শাহিন বাগ।
আজকের আশা ভরসার নাম -
শাহিন বাগ।
আজ প্রতিরোধের নতুন নাম - শাহিন বাগ।
আজকের যৌবনের অহঙ্কারের নাম শাহিন বাগ।
আজ তোমাকে সহস্র সালাম শাহিন বাগ।
                
               29/01/2020
                  ঘাটোটাঁড়