"দুয়ারে প্রস্তুত গাড়ি-"
"এ গাড়ি যাবে না সেথা।"
তার চেয়ে-
ওহে বংশীধারী, বাজা তোর প্রলয় বাঁশী
মনের সুখে।
"সুখ! সুখ চাহি নাই মহারাজ।"
সুখ? কে চায় বিবর্ন সুখ!
ফুটপাথে সারাদিন ভবা পাগলার বিড়বিড়।
শীবেন মাতাল দু পাঁইট খেয়ে নবাব সিরাজ।
তারিনী বোষ্টমের আশু ভগবৎ পরশনে-
দুচোখে অনন্দধারা।
ছাইপাঁশ যতসব একঘেয়ে পান্ডুর সুখ-
দু পায়ে সরিয়ে ফেলে -
এস যত দুঃখী সব প্রানের ইয়ার-
বিগত বিজয়ার কোলাকুলি করি।
প্রয়োজন যদি হয় এই ভেবে-
অস্তিনে লুকিয়ে রেখেছি
বাঘনখ।