তোমাদের নগরে আমি ঘুরে বেড়াই দিনরাত
তোমাকে দেখব বলে একবার,
আমার শহর ছেড়ে এসেছি আমি
ভবঘুরে প্রেমিক হয়ে তোমার প্রেমের খোঁজে।  


হঠাৎ প্রেমের ঝড় তুলে হ্রদয়ে
কোন কথা না বলে,
চলে এলে তুমি এ শহরে
সেই থেকে ভবঘুরে প্রেমিক হয়েছি।


দিন রাত কাটে হেঁটে হেঁটে
একবার যদি দেখা পাই তোমার,
তোমার পায়ে লুটাব
আমার প্রেমের রক্তিম নিবেদন।


অনেক ঘুরেছি, বড্ড ক্লান্ত
তবুও হাল ছাড়বনা,
তোমার দেখা পেলেই
স্বার্থক আমার ক্লান্তি,কষ্ট।  


শহরের সব আনাচে কানাচে
সব বাসা বাড়ি,শপিং মলে
আমি খুঁজেছি তোমায়,
দেখা এখনও কেন মিলেনি জানিনা।


আদো দেখা মিলবে কিনা সংশয়  
তবুও খুঁজে যাই।
ভবঘুরে প্রেমিকা হয়ে বুঝেছি
রাস্তার মানুষের প্রেমের মায়া।  


তোমাকে না পেলেও আজ দুঃখ নেই,
আজ আমার পাশে অনেক প্রেম
রাস্তায় থাকা মানুষের,বৃক্ষের
রাতের আকাশের একাকী রুপালি  চাঁদের।