অনেক দিন ধরে নিয়মিত আসতে পারছি না ।পড়ালেখার  চাপ ,অন্যান্য কাজ বেড়ে গেছে  বলে । এখানে একাউন্ট খুলি প্রায় এক ব্ছর ,সে তুলনায় কবিতার স্ংখ্যা খুবই কম । আমি নিজেকে এখন ও কবি বলে দাবি করিনা ।কবি  খুব ছোট শব্দ হলেও এর পরিধি অসীম । খুব ভারী একটা শব্দ । কবিতা লিখলেই কবি হওয়া যায় কি ?কবিতা তো অনেকেই লিখে । আমি প্রাতিষ্ঠানিক স্বীকৃতির কথা বলছিনা  , মনন ,চিন্তা ও কর্ম দিয়ে কবিত্ব অর্জন করতে হয় । এখানে অনেকের সাথেই পরিচিত হয়েছি ,আমার ফেসবুক লিষ্টেও বেশ কয়েকজন ভালই কবিতা লিখে ।এখানে অনেকের কবিতা বেশ ভালই লাগে । তাদের তুলনায়  নিজের কবিতা খুব নগন্য মনে হয় । আমি মূলত কবিতা লিখি আত্মশান্তির জন্য ।জানিনা কোনদিন কবি হতে পারব কিনা ,হয়ত পারব কিংবা পারব না ।