তোমার কথা বলবো বলেই মুখিয়ে রই
আমি কোন বালিকার দিবাস্বপ্ন নই
কেন তবে মিছেমিছি ঝড় হওয়া রাতে
নিজেরে হারাতে চাই দূর অজানাতে


আলোর ঝলক দেখে রাখঢাক ভুলে
বৈরী সময়ের তোড়জোড় নেই উশুলে
কেউ যদি ছুঁতে চাও বুকে ওঠা ঝড়
বালিকার বুকে ছোটা দুঃখের নহর


আজব গণিত জানা অগণিত পাঠ
চেনা মানুষের মনে তোলে বিভ্রাট
আমারে আওড়ায়ে যায় শ'ত কবিতায়
দিনলিপি রাতলিপি পাতায় পাতায়


এমন একজন খুলুক কথার ঝাপি
অমূলক মূলক হোক তথাপি
ভিনসারে জেগে দেখি পলাশের বন
কেমন হাতছানি দেয় করে আয়োজন


১৪/০৪/২০২১
১২ঃ৫৮ রাত