শখের কবি আলোর ছবি
জাগছে দেখো নতুন রবি
ডাকছে শোনো ভোরের পাখি
মনের পাখি গায় একাকী


আকাশ বাতাস তরুলতা
দুলতে থাকা ফুলের কথা
মুগ্ধ হয়ে শুনতে কি চাও
পাহাড় নদী বন বাঁচাও


প্রভাত বেলার দূর্বা ঘাসে
ঠিকরে যখন আলো আসে
রূপের ছোঁয়া মেঘের দেয়া
বৃষ্টি নামায় কালের খেয়া


২৫/১১/১৮