লতার ভেতর পাতার ভেতর যেটুকু রঙ দেখি
ঠিক সেটুকুই কালো কালির অক্ষরেতে লেখি
আমার দাদা তাঁর দাদার দাদা বাঙাল ছিলো!
শালা'র ইংরেজ নাকি ওই বুলিটা শিখিয়ে দিলো
অতঃপর, আমি ভেতো! কাঙাল তাদের কথায়
নিত্যদিনের আচার শিখি নতুন কায়দা প্রথায়
ইস্কুলেতে যাই না আমি লাঙল চালাই মাঠে
ক'মন ধানে ক'সের আলু এটাই ছিলো পাঠে
দুইটা দুধেল গাভী বেচে কিনছি হালের বলদ
চাষের জমিন খিল্লা থাকে গোড়াতেই হয় গলদ
গাঁয়ে আমার নাম ছড়ালো গতর খাটা মুনি
কখন আমার খুলবে কপাল মাস বছরে গুনি
বলতো ক'টা চাষার ছেলে ডাক্তার-ব্যারিস্টার
ক'টা আবার হইছে দেখাও মন্ত্রী-মিনিস্টার
ধানের দেশে বানের দেশে স'বে চলে বীরের বেশে
সবুজ মাঠে নীল আকাশটা আপনি এসে যায়যে মেশে


(অসমাপ্ত)