একটি গাছের শুধু দু'টিমাত্র পাতা ছিলো
সেই পত্র যুগল ছিলো কালের স্বাক্ষী
আজ গাছটি পূর্ণ ফলবতী হয়েছে
অথচ সেই দু'টি পাতার অস্তিত্ব পৃথিবীতে নেই


আচানক তোর সাথে কথা সেই সে বসন্ত বেলার
মনে করিয়ে দেই‚ হয়তো তোরও মনে থাকে
ভুলে যাবার জন্য একটুকু চাতুর্যই যথেষ্ট
আমরা কেউ কাউকে ভুলে যেতে চাইনি বলেই
কোন দালিলিক প্রমাণ লাগেনা ভালোবাসার গল্প হতে


আজ তোর কি হলো
মগডালে বসে কোকিলটা কেন এত বেশামাল
ফি বছর বৃক্ষটির পাতা ঝরার কাল
তাকে যেমন অচেনা লাগে তোকে তেমনটি নয়
সুখ একটি অর্বাচীন পাখির মতো
বসন্ত এলে তার আগমন ঘটে
আর আমার সারা বছরই বসন্ত! তোর?


২৪/০৩/১৮
০১:৫২ দুপুর